ভারত ভাগের পৌনে এক শতাব্দী বিভক্ত ভারত

দেশ রূপান্তর মওলানা আবুল কালাম আজাদ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১

পাকিস্তান ডমিনিয়ন উদ্বোধন করতে ১৪ আগস্ট ১৯৪৭ লর্ড মাউন্টব্যাটেন করাচি গেলেন। তিনি পরদিন ফিরে এলেন এবং ১৫ আগস্ট মধ্যরাতেরাত বারোটায় ভারত ডমিনিয়নের জন্ম হলো।


দেশ মুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা ও বিজয়ের আনন্দ অনুধাবন করার আগেই জনগণ জেগে উঠে দেখল স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে বিশাল এক ট্র্যাজেডি। আমরাও বুঝতে পারলাম স্বাধীনতার ফল উপভোগ করে একটু আয়েশ করতে হলে আমাদের একটি দীর্ঘ ও কঠিন সফরের মুখোমুখি হতে হবে।


কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েই ভারত ভাগ কবুল করে নিয়েছে। যেহেতু কংগ্রেস সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করে এবং মুসলিম লীগের প্রতি মুসলমানদের বৃহৎ অংশের সমর্থন রয়েছে, স্বাভাবিকভাবে এ বিভাবজন মানে সমস্ত দেশ তা মেনে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us