পুরো দেশ আজ ঘুম থেকে উঠেছে বিরাট এক স্বপ্ন নিয়ে। স্বপ্নের শেষটা লেখা হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। দিন শেষে আজ ফুটবল মাঠে লেখা হবে নতুন এক ইতিহাস। এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পাবে দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্ট।
যাঁর কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশের মানুষের আজকের স্বপ্নটা বড় হয়েছে, তিনি সাবিনা খাতুন। সাবিনা খাতুনের নিজের শহর সাতক্ষীরার মানুষও অধীর অপেক্ষায় ক্ষণ গুনছেন তাঁদের মেয়ের হাতে শিরোপা দেখার। সাবিনার পরিবারও ‘মেয়েদের জন্য’ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।