রানি এলিজাবেথের শেষকৃত্য আজ - কখন, কোথায়, কী ঘটবে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩

রাষ্ট্রীয় মর্যাদায় চারদিন শায়িত থাকার পর আজ সোমবার ব্রিটেনের স্থানীয় সময় সকালবেলা, বাংলাদেশ সময় দুপুরের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের জন্য শেষ যাত্রা শুরু করবে।


প্রথমে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে একটা ধর্মীয় সভা হবে অভ্যাগতদের উপস্থিতিতে। এরপর উইন্ডসর ক্যাসেলে ঘণিষ্ট ও রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে শোকসভা হবে। তারপর রানিকে সমাধিস্থ করা হবে।


আজকের দিনটি পালিত হতে যাচ্ছে আবেগঘণ, আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ব্রিটেনে এই ধরণের রাষ্ট্রীয় শেষকৃত্য সর্বশেষ হয়েছিল ৬০ বছর আগে উইনস্টন চার্চিলের ক্ষেত্রে। বাকিংহ্যাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, শেষকৃত্যের পরিকল্পনায় রানি ব্যক্তিগতভাবে কিছু সংযোজন করেছিলেন।


সকাল আটটা


লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্টমিনস্টার হলে রানির রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত অবস্থা শেষ হয়েছে।



সকাল ১০টা ৪৪মিনিট


এই সময়ে এসে দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রানির কফিন ক্যাটাফাল্ক থেকে সরিয়ে নেয়া হবে। চারদিন ধরে তিনি এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত আছেন। কফিনটি এরপর নেয়া হবে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য।


বেলা ৪টা ৩৫ মিনিট


শেষকৃত্য অনুষ্ঠান শেষ হবে। রাজা এবং রাজপরিবারের সদস্যরা চ্যাপেল ছেড়ে যাবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us