'বাঁশ' শব্দটিকে বাংলাদেশে নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এর ভূমিকা অপরিসীম।
সেইসাথে এর অর্থনৈতিক ও স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।
বিশ্বব্যাপী এই উদ্ভিদটি সংরক্ষণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
অথচ ভীষণ প্রয়োজনীয় বাঁশের আবাদ বা রক্ষণাবেক্ষণে তেমন কোন যত্নেরই প্রয়োজন হয় না।
জেনে নিন বাঁশের নানা উপকারি দিক।