প্রশাসন ও জনপ্রতিনিধির আশ্বাসে রাঙ্গামাটি পৌর শহরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে এক সমাবেশ করে সেখান থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
এ সময় রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, শুক্রবার চাঁদার টোকেন না থাকায় একটি অটোরিকশা পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। তার একদিন না পেরোতেই শনিবার রাতে আবার সন্ত্রাসীরা আমাদের আরেক শ্রমিক নেতার গাড়ি ভাঙচুর করে। একমাত্র চাঁদার জন্য সন্ত্রাসীরা এসব করছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাই। প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আমাদের সে আশ্বাস দিয়েছেন।