পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। তবে শঙ্কার মেঘ এখনো কাটেনি। দেশটিতে আবারও বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের। সাম্প্রতিক বন্যায় টানা কয়েক সপ্তাহ পাকিস্তানের এক-তৃতীয়াংশ তলিয়ে থাকার পর কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে।
তবে প্রতিবেশী ভারতে ভারি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের নদীগুলো ফুলেফেঁপে উঠে আবারও বন্যা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অবশ্য পাকিস্তানের আবহাওয়া বিভাগের ওয়েবসাইট সূত্রে কোনো নদীর পানি এখন পর্যন্ত বেড়েছে বলে জানা যায়নি। দক্ষিণ এশিয়ার দেশটিতে দীর্ঘদিন থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে।