একই জায়গায় ব্যথা পাওয়ায় খেলা নিয়ে শঙ্কার জায়গা আছেই। তবে সিরাত জাহান স্বপ্নার মনোবলও প্রবল। স্বপ্নের ফাইনালের আগে কোনোভাবেই হাল ছাড়ছেন না ছন্দে থাকা এই ফরোয়ার্ড। এমনকি ব্যথা নিয়েও নেপালের বিপক্ষে মাঠে যেতে চান তিনি।
ডান পায়ের গোড়ালির একটু উপরে আগে থেকেই ব্যথা ছিল। তারপরও ভুটানের বিপক্ষে সেমি-ফাইনালে নেমে যান টেপ পেচিয়ে। ১ মিনিট ৩৪ সেকেন্ডে গোলও করেন স্বপ্না। দ্বাদশ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কড়া ট্যাকলে আঘাত পান একই জায়গায়, মাঠ ছাড়েন খুড়িয়ে খুড়িয়ে।
সেই চোটের জন্যই নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।