ব্রিটিশ রাজপরিবার নিয়ে বিশ্বের মানুষের যেন কৌতূহলের শেষ নেই। এমনকি রানির পোষা কুকুরগুলো নিয়েও কৌতূহল আছে। ঠিক হয়েছে রানির কর্গি জাতের দুটি কুকুরের দেখভাল করবেন রানির ছোট পুত্র, ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু ও তাঁর সাবেক স্ত্রী, ডাচেস অব ইয়র্ক সারা। মুইক আর স্যান্ডি নামের কুকুর দুটি রানিকে প্রিন্স অ্যান্ড্রুই ২০২১ সালে উপহার দিয়েছিলেন। ওই বছর রানির ১৩ বছর ধরে পোষা প্রিয় কুকুর ভালকান মারা যায়। ভালকানের মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিলেন রানি।
জীবনভর ঘোড়া আর কুকুরের প্রতি দুর্বল ছিলেন রানি। তিনি ১৮ বছর বয়স থেকে ৩০টির বেশি কর্গি জাতের কুকুর পুষেছেন। প্রিন্স অ্যান্ড্রুর কাছের এক সূত্র বিবিসিকে এক সাক্ষাৎকারে এই কুকুরগুলো সম্পর্কে বলেন, রানির কর্গিগুলো আগের মতোই রাজপ্রাসাদের উইন্ডসর এস্টেটের রয়্যাল লজে থাকবে। আগের মতোই সব সুযোগ–সুবিধা পাবে। ডাচেসই কুকুরগুলো রানির জন্য পছন্দ করেছিলেন আর ডিউকের মাধ্যমে রানিকে উপহার দিয়েছিলেন। ১৯৯৬ সালে বিচ্ছেদের পরও ডাচেস আগের মতোই রাজকীয় সব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। আর বিচ্ছেদের পরও এই দুজনের বন্ধুত্বের কথা সবাই জানেন। দুজন মিলেই তাঁদের সন্তানদের বড় করছেন। ডাচেসই কুকুরগুলো নিয়ে হাঁটতে বের হবেন। সেগুলোর সঙ্গে আনন্দময় সময়ও কাটাবেন।