'সীতা রামাম'-এর ব্যাপক সাফল্যে এখন দক্ষিণী অভিনেতা দুলকার সালমানকে নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে বলউডে। বক্স অফিসেও বাজিমাত করেছে এই সিনেমা। অনেকেই সিনেমাটির সঙ্গে শাহরুখ খান অভিনীত ‘বীর জারা’ সিনেমার তুলনা করছেন। তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দুলকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এটি নিয়ে কথা বলেছেন দুলকার সালমান। নিজেকে শাহরুখের অনেক বড় ভক্ত উল্লেখ করে এই অভিনেতা জানান, ‘তিনি আমাদের সকলের জন্য রোল মডেল। মানুষের সঙ্গে তিনি যেমন ব্যবহার করেন, কথা বলেন, নারীদের যেভাবে সম্মান করেন। তিনি বিশেষ একজন মানুষ। আমি তার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর মতো রোমান্টিক সিনেমা দেখে বড় হয়েছি। তিনি সব সময়ই আমার অনুপ্রেরণা।’