গতকাল শুক্রবার বিশ্বের শীর্ষ ধনীদের আলিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতের গৌতম আদানি। তবে কিছু সময় পরেই আবার তৃতীয় স্থানে নেমে আসেন। কয়েক সপ্তাহ আগেই এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।
কিন্তু কে এই আদানি? ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দ্বিতীয় স্থানে থাকাকালীন আদানির মোট সম্পদের পরিমাণ ছিল ১৫৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় এই ধনকুবেরের চেয়ে বর্তমানে এগিয়ে আছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্ট। ২০০৮ সালে ফোর্বসের ধনীদের তালিকায় প্রথমবারের মত নাম লেখান আদানি। তখন তার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল নয় দশমিক তিন বিলিয়ন ডলার।