আইফোন ও স্যামস্যাংকে পেছনে ফেলতে যাচ্ছে গুগলের পিক্সেল সেভেন?

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২

সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাসে সবচেয়ে বেশি নতুন প্রযুক্তি বাজারে আসে। সেই তালিকায় আইফোন ১৪-এর পর যুক্ত হতে যাচ্ছে গুগল পিক্সেল। আগামী ৬ অক্টোবর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে গুগল। সেভেন সিরিজে থাকছে দুটি মডেল পিক্সেল সেভেন ও পিক্সেল সেভেন প্রো। ধারণা করা হচ্ছে, দামে সস্তা হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে গুগল পিক্সেল।


ঠিক কী কী ফিচার থাকছে পিক্সেল সেভেন সিরিজে তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ফিচারের বিষয়টি অনেকটা চমক হিসেবেই গোপন রেখেছে গুগল। এদিকে, পরবর্তী প্রজন্মের গুগলের টেনসর জি টু চিপ থাকছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। পিক্সেল সেভেন সিরিজের ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি গুগল। আগের মডেল পিক্সেল সিক্সের দাম ছিল ৫৯৯ ডলার। আর সিক্স প্রোর দাম ছিল ৮৯৯ ডলার। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপলের স্মার্টফোনগুলোর তুলনায় এই দাম তুলনামূলক কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us