নতুন সিনেমার শুটিং শুরু করেছেন মোশাররফ করিম। তবে সিনেমাটি বাংলাদেশের নয়, কলকাতার। বানাচ্ছেন সেখানকার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসু। এর আগে তাঁর ‘ডিকশনারি’ সিনেমায় কাজ করেছিলেন মোশাররফ। মুক্তি পেয়েছিল গত বছর। ডিকশনারি মুক্তির পরই মোশাররফকে নিয়ে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন ব্রাত্য।
সিনেমার নাম ‘হুব্বা’। কলকাতার পুলিশ কর্মকর্তা সুপ্রতিম সরকারের লেখা ‘গোয়েন্দাপীঠ লালবাজার’ সিরিজের ‘শ্যামলদা, ভালো আছেন?’ প্রবন্ধের ওপর ভিত্তি করে ‘হুব্বা’র গল্প সাজিয়েছেন ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। জানা গেছে, ‘হুব্বা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন মোশাররফ।
এরই মধ্যে ‘হুব্বা’র শুটিং শুরু হয়েছে জানিয়ে সিনেমাটির প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘প্রথম শিডিউলে আট দিনের শুটিং হয়েছে। কলকাতার আশপাশে, রাজারহাট ও দমদম অঞ্চলে বাকি অংশের শুটিং হবে। পরবর্তী শুটিং পূজার পর। অক্টোবরের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা। আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।’
‘হুব্বা’র প্রধান চরিত্রে মোশাররফকে নেওয়ার কথা কেন ভাবলেন নির্মাতা? ব্রাত্য বসু বলেন, ‘মোশাররফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ফলে তাঁর ম্যানারিজম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। আসল হুব্বার ছবি পাশাপাশি রাখলে দেখতেও অনেকটা এক রকম লাগে মোশাররফকে। তাঁর কথা মাথায় রেখেই আমি হুব্বার চরিত্রটা লিখেছিলাম। তাই তিনিই আমার সিনেমার হুব্বা।’