You have reached your daily news limit

Please log in to continue


হাড়ে প্রচণ্ড ব্যথা, মারাত্মক কোনো রোগেরলক্ষণ নয়তো?

হাড় হলো আমাদের শরীরের ভিত। শরীর সুস্থ রাখতে হলে হাড় সুস্থ রাখতে হবে। এছাড়া হাড়ের স্বাস্থ্য ভালো না থাকলে ব্যথা থেকে শুরু করে হাড় ক্ষয়ের মত সমস্যা দেখা দিতে পারে।

সাধারণত দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা বা কোনো পরিবর্তন দেখলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু হাড় সংক্রান্ত সমস্যায় পড়লে কোনোভাবে আঘাত লেগেছে ভেবে বসে থাকেন অনেকেই। ফলে, আমাদের অজান্তেই হাড়ের ক্যান্সার শরীরে ধীরে ধীরে বিস্তার করতে থাকে। এমন সময় এই রোগ ধরা পড়ে, যখন আর করার কিছুই থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত এই ক্যান্সারের চিকিৎসা শুরু করা যাবে, ততই সুস্থ হয়ে ওঠার আশা বেশি থাকে। 

চলুন তবে জেনে নেয়া যাক নীরব ঘাতক হাড়ের ক্যান্সারের মারাত্মক লক্ষণগুলো সম্পর্কে- 

>>> কোনো চোট বা আঘাত না পাওয়া সত্ত্বেও যদি হাড়ে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই স্থানটি ফুলে যায়, বিশেষ করে গাঁট বা জয়েন্টের জায়গায় ব্যথা হওয়া এবং ফুলে গেলে, তা হাড়ের সাধারণ সমস্যা নাও হতে পারে। রাতে ঘুমোনোর সময় ব্যথা শুরু হওয়া, ভারী কোনো জিনিস তোলার পর ব্যথা হওয়া বা হাঁটার ফলে হাড়ে ব্যথা হওয়া, ইত্যাদি হতে পারে হাড়ের ক্যান্সারের লক্ষণ। 

তাই হাড়ের ব্যথা অবহেলা করবেন না। এছাড়াও, ফুলে যাওয়া স্থানে গোটার মতো অনুভব হলেই সতর্ক হোন। যদি ব্যথার স্থানে রক্ত জমাট বাঁধার মতো গুটলি মনে হয় তা হলে কিন্তু তা হাড়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

>>> হঠাৎ করে ওজন কমতে শুরু করাও হাড়ের ক্যান্সারের অন্যতম উপসর্গ হতে পারে। তাই কায়িক পরিশ্রম ও খাওয়াদাওয়ায় কন্ট্রোল ছাড়াই যদি ধীরে ধীরে ওজন হ্রাস হতে শুরু করে,তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

>>> আপনি কি সব সময় ক্লান্ত বোধ করেন? শরীর দুর্বল মনে হয়? তাইলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করান। কারণ, সর্বদা ক্লান্তি ও দুর্বল অনুভব হওয়াও কিন্তু হাড়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

>>> রাতে ঘুমের মধ্যে ভীষণ ঘামেন? এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো, এটি মোটেই ভালো লক্ষণ নয়। হাড়ের ক্যান্সারের অন্যতম উপসর্গ হতে পারে এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন