ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মাঝেমধ্যেই বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে আসেন। তবু নিয়মিতই তাকে দেখা যায় খেলার মাঠের কমোন্ট্রি বক্সে । আজ শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে চলমান লিজেন্ডস লিগের ম্যাচে ফের বিপত্তি ঘটালেন মাঞ্জরেকার। যা নিয়ে সোশ্যাল সাইটে চলছে হাস্যরস।
টসের পর 'ইন্ডিয়া মহারাজাস'-এর অধিনায়ক হরভজন সিংয়ের সঙ্গে কথা বলার সময় কর্ডলেস বুম মাইকের নীচের ব্যাটারি খুলে ফেলেন ভারতের হয়ে ৩৭টি টেস্ট এবং ৭৪টি ওয়ানডে খেলা মাঞ্জরেকার। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি। মাঞ্জরেকারের অবস্থা দেখে হাসি চাপতে পারেনি হরভজনও। পরে তিনি মাটি থেকে ব্যাটারির অংশটি তুলে দেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে টস জিতে টস জিতে রোহিত শর্মা কী করবেন- সেটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলেন মাঞ্জরেকার। এছাড়া বিভিন্ন সময় তিনি ক্রিকেটারদের সমালোচনা করে আলোচনায় এসেছেন। রবীন্দ্র জাদেজাকে খোঁচা মেরে সমালোচিতও হয়েছিলেন। দীর্ঘদিন তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। এরপর এশিয়া কাপের মাঝে মাঞ্জরেকার সরাসরি জাদেজাকে প্রশ্ন করে বসেন, তার সঙ্গে কথা বলতে আপত্তি আছে কিনা!