সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলকে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সোমবার রানির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান ব্রিটিশ পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টার হলে অনুষ্ঠিত হবে। এই শেষকৃত্যে চীনকে আমন্ত্রণ জানানোর ঘটনায় বেশ কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য আপত্তি তুলেছেন। জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেইজিংয়ের সমালোচনার পর চীন বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
কোনও সূত্র উল্লেখ না করে বিবিসি লিখেছে, চীনের প্রতিনিধি দলকে রানির শেষকৃত্যে নিষিদ্ধ করা হয়েছে। চীনা নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ওয়েস্টমিনিস্টার হলে চীনা প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই বিষয়ে স্পিকারের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হাউজ অব কমন্স বলেছে, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মন্তব্য করে না।
প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে অতিথিদের তালিকা তৈরি করেছে। যেসব রাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।