ভূপৃষ্ঠের ১০ থেকে ১৫ কিলোমিটার (ট্রপোস্ফিয়ার) ওপর থেকে শুরু করে প্রায় ৫০ কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত এলাকাকে স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোনস্তর বলা হয়। প্রায় ৬০ কোটি বছর আগে ওজোনস্তর এমন এক অবস্থায় পৌঁছে, যখন এই স্তরের পুরুত্ব সূর্যের অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আসাকে বাধাগ্রস্ত করে তোলে। এই অবস্থা সেই সময়ের (ক্যামব্রিয়ান পিরিয়ড) জীব, বিশেষ করে প্রাণী প্রজাতির বিকাশের জন্য অত্যন্ত সহায়ক হয়। ক্যামব্রিয়ান পিরিয়ডের শুরু থেকে শেষ পর্যন্ত (৫৩.৮৮ থেকে ৪৮.৫৪ কোটি বছর) প্রাণীদের এক অভূতপূর্ব বিকাশ সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞানীরা এ ঘটনাকে ‘জীব মহাবিস্ফোরণ’ (বায়োলজিক্যাল বিগ ব্যাং) বা ‘ক্যামব্রিয়ান এক্সপ্লোশন’ বলে অভিহিত করেন। বলা হয়ে থাকে যে এ ঘটনার জন্য ওজোনস্তর প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল।