ঘুমধুম সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্ক

আজকের পত্রিকা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৪১

উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা। 



তুমব্রু এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে রাখাইনের মংডুতে হওয়া গোলাগুলির শব্দ কমপক্ষে ৫০ বারের মতো শোনা গেছে। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’



ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সেলফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের পর থেকে একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আগে সীমান্ত ঘেঁষা এলাকায় গোলাগুলি হতে দেখা গেলেও আজ গোলাগুলির শব্দে মনে হয়েছে সংঘর্ষস্থল সীমান্ত থেকে কিছুটা দূরের এলাকায়।’



জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে। মর্টার শেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us