গর্ভবতী বান্ধবীকে ১০০বার ছুরিকাঘাত, পেট কেটে সন্তান চুরি!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৩

নিজের সন্তান হবে না তাই গর্ভবতী বান্ধবীকে মেরে তার গর্ভ থেকে বাচ্চা চুরির অভিযোগে টেক্সাসে এক মার্কিন নারীকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ২৯ বছর বয়সী ওই নারীর নাম টেলর পার্কার। নিজ বান্ধবী ২১ বছর বয়সী সিমন্স-হ্যানকককে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড হতে পারে পার্কারের। বান্ধবীর গর্ভ থেকে সে যে বাচ্চাটি বের করে নিয়েছিল সেই বাচ্চাটিও বাঁচেনি।


ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার ইউকে এক প্রতিবেদনে জানায়, প্রেমিকের কাছে সন্তানসম্ভাবা সাজতে মাসের পর মাস গর্ভবতীর ছদ্মবেশে ছিলেন পার্কার। কারণ তার নিজের বাচ্চা ধারণের ক্ষমতা ছিল না। প্রসিকিউটররা জানায়, পার্কার তার প্রেমিককে হারানের ভয়ে গর্ভবতীর বেশ ধারণ করে। সে তার প্রেমিককে বোঝাতে চেয়েছিল যে, তার পেটে প্রেমিকের সন্তান বেড়ে উঠছে। সেভাবেই চলছিল সবকিছু। কিন্তু কতদিনই বা গর্ভবতী সেজে ঘোরা যায়। তাছাড়া সন্তান প্রসবের সময়ও ঘনিয়ে আসছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us