পৃথিবীর দুর্গম অঞ্চলগুলো থেকে শুরু করে দূরের মহাকাশে লেজার রশ্মির মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ স্থাপনের পরিকল্পনা করেছে নতুন একটি স্টার্টআপ।
‘আলিরিয়া টেকনোলজিস’ নামের কোম্পানিটি দাবি করছে, চাঁদের স্পেস স্টেশন অথবা রেড প্ল্যানেটখ্যাত মঙ্গলে রিসিভার পাঠালে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১.৬ টেরাবিট গতির ইন্টারনেট সংযোগও দিতে পারবে তারা।
মঙ্গলবারের এক সংবাদবিজ্ঞপ্তিতে ইন্টারনেট খাতের এ উদীয়মান প্রযুক্তি নিয়ে নানা তথ্য দিয়েছে আলিরিয়া টেকনোলজিস। প্রতিষ্ঠানের নামটি নতুন হলেও এর পেছনের লোকজন বা মূল প্রযুক্তির কোনোটিই প্রযুক্তি খাতে অপরিচিত নয়।