রাজস্থানের এই মন্দিরে পূজা করা হয় বাইকের

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৮

ভারতের রাজস্থানের একটি মন্দিরে বাইকের পূজা করা হয়। তিন দশক আগের ঘটনা। রাজস্থানের মেইন রোড দিয়ে গভীর রাতে ছুটে চলেছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আরএনজে ৭৭৭৩।


হঠাৎ করেই রাস্তার পাশের খাদে বাইকটি পড়ে যায়। মারা যান গাড়ির চালক ওম সিংহ রাঠৌর।


পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জানতে পারে, চালক তার বাইক নিয়ে পালি জেলার বাংড়ি শহর থেকে চোটিলা গ্রামের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন ওম। জোরে ধাক্কা লাগায় পাশের খাদে গড়িয়ে পড়ে বাইকটি।


তদন্ত চলাকালীন পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু পরের দিনের দৃশ্য দেখে সবাই অবাক। বাইকটি যেখানে রাখা ছিল, তা সেখান থেকে উধাও। খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকেই বাইকটি পাওয়া যায়।


জানা যায়, রাত থেকে থানার কেউই সেই বাইকে হাত দেননি। তাহলে ঘটনাস্থলে বাইকটি পৌঁছাল কী করে?


রহস্যের সমাধান করতে পুলিশ বাইকের ট্যাঙ্ক থেকে তেল বের করে চেইন দিয়ে বেঁধে রাখে। কিন্তু তার পরের দিনও একই ঘটনা ঘটে। থানায় বাইকটি নেই। আবার ঘটনাস্থল থেকেই পাওয়া যায় গাড়িটি।


দিনের পর দিন থানায় বাইকটি বেঁধে রাখা হলেও রোজ সকালে তা খুঁজে পাওয়া যেত দুর্ঘটনার জায়গা থেকেই। স্থানীয়রা বলাবলি করতে শুরু করেন যে, এই ঘটনা অলৌকিক। বাইকের মধ্যেই ওম সিংহ বেঁচে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us