কাসপার রুডকে রোববারের ফাইনালে চার সেটের লড়াইয়ে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন স্প্যানিশ টিনএজ তারকা কার্লোস আলকারাজ। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন এই স্প্যানিশ তরুণ। ইউএস ওপেনের নতুন রাজা আলকারাজ সম্পর্কে পাঁচটি তথ্য এখানে তুলে ধরা হলো:
১. আলকারাজ বর্তমানে এটিপি বিশ্ব র্যাংকিংয়ে সবচেয়ে কম বয়সী নাম্বার ওয়ান খেলোয়াড়। ২০২১ মৌসুমের শুরুতে তার র্যাংক ছিল ১৪১। ২০ বছর ৯ মাস বয়সে এর আগে সবচেয়ে কম বয়সী নাম্বার ওয়ান খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ান লেটন হিউইট। ২. ১৯ বছর ১২৯ দিন বয়সে আলকারাজ ইউএস ওপেনের দ্বিতীয় কনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। এর আগে ১৯৯০ সালে ১৯ বছর ১৫ দিন বয়সে নিউ ইয়র্কে শিরোপা জয় করেছিলেন সাবেক মার্কিন তারকা পিট সাম্প্রাস। এই রেকর্ড এখনো ধরে রেখেছেন তিনি। সব মিরিয়ে টিনএজার হিসেবে ১১তম খেলোয়াড় হিসেবে আলকারাজ গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতলেন। ২০০৬ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদালের পর আলকারাজই সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ৩. আলকারাজ স্পেনের একটি ছোট্ট গ্রাম এল পালমারে জন্মগ্রহণ করেছেন।