ই-রিডার ব্যবহারকারীদের জন্য সুখবর। একবার চার্জে দেড় মাস পর্যন্ত ব্যবহার উপযোগী নতুন কিন্ডল ই-রিডার উন্মুক্ত করেছে অ্যামাজন। ৬ ইঞ্চি পর্দার কিন্ডল পেপারহোয়াইট মডেলের এই ই-রিডারের ধারণক্ষমতা ১৬ গিগাবাইট।
উচ্চ রেজল্যুশনের এই ই-রিডারে ডার্ক মোড সুবিধা থাকায় অন্ধকারে স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। ইউএসবি-সি চার্জিং সুবিধার ই-রিডারটির ওজনও বেশ কম। ফলে দীর্ঘ সময় হাতে ধরে বই পড়া যাবে। ১২ অক্টোবর বাজারে আসবে। দাম ১০০ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৯ হাজার টাকা।