বলিউডে আরও একটি বিয়ের বাদ্য বাজতে চলেছে। ৩৫ বছর বয়সী রিচা চাড্ডা ও আলী ফজল ১০ বছর প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। শেষ হবে ৭ অক্টোবর। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই জুটি সম্পর্কে।
রিচা ও আলীর প্রথম দেখা ২০১২ সালে, ‘ফুকরে’ সিনেমার সেটে।
প্রথম দেখা থেকেই প্রেম শুরু করেন এই জুটি। সাত বছর পর ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী।
এই বিয়ে হওয়ার কথা ছিল ২০২০ সালে। মহামারিকালে মনের মতো বিয়ে সারতে পারবেন না, তাই দুই বছর দীর্ঘ হয়েছে বিয়ের সানাই বাজার অপেক্ষা। এর মধ্যেও একাধিকবার বিয়ের পরিকল্পনা করেছেন এই জু...