মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭

শেষ এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমকে সেভাবে চেনা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করার পর এ বছর এশিয়া কাপেও হতাশ করেন তিনি। এরপর দেশে ফিরে ২ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।


গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আজ পাপন এসেছিলেন মিরপুরে টাইগারদের ক্যাম্প দেখতে। যদিও বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি একটি বলও। মাঠ ছাড়ার আগে বিসিবি বস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।


মুশফিকের অবসর নিয়ে পাপন বলেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান, শেষদিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেক সময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।’


পাপন বলেন, ‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো পরবর্তী বিশ্বকাপে অনেককে পাব না। এভাবে হয়তো তৈরি করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করব সেটা যে ফরম্যাটেরই হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us