সুন্দর চুলের জন্য ১০ টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস-



  • চুলে প্রতিদিন পানি লাগাবেন না। এতে চুল খুব দ্রুত রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু ও পানির সাহায্যে চুল ধুয়ে নিন। তবে যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা একদিন পরপর ধুয়ে নিতে পারেন।

  • রোদে বের হলে অবশ্যই চুল ঢেকে নেবেন বা ছাতা ব্যবহার করবেন।

  • চুলের জন্য তেল ভীষণ প্রয়োজনীয়। সপ্তাহে দুইদিন তেল ম্যাসাজ করুন চুলে। ভালো হয় যদি রাতে ঘুমানোর আগে তেল ব্যবহার করতে পারেন।

  • তাপপ্রদানকারী যন্ত্র চুলে যত কম ব্যবহার করবেন ততই ভালো থাকবে চুল।

  • ভেজা চুল আঁচড়াবেন না কিংবা বেঁধে রাখবেন না।

  • সবসময় ভেষজ বা মাইল্ড শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন। চুল রুক্ষ হবে না।

  • রুক্ষ ও ভেঙে যাওয়া চুলের যত্নে ডিম, মধু ও টক দই ব্যবহার করুন।

  • মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগালে চুল সিল্কি হবে।  

  • শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। চাইলে প্রাকৃতিক কন্ডিশনার যেমন ভিনেগার, চায়ের লিকার বা লেবুর রস ব্যবহার করতে পারেন।

  • নিয়মিত চুল ট্রিম করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us