মেঘলা দিনে পাতে রাখুন পাতলা খিচুড়ি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০

খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। বিশেষ করে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় কমবেশি সবারই। ভুনা খিচুড়ির পাশাপাশি অনেকে নরম খিচুড়ি খেতেও পছন্দ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন পাতলা খিচুড়ি-


উপকরণ ১. পোলাও বা বাসমতির চাল ২ কাপ২. মসুর ডাল আধা কাপ৩. মুগ ডাল ১ কাপ৪. তেল ২ টেবিল চামচ৫. ঘি ১ টেবিল চামচ৬. ফুলকপি ১ কাপ৭. লবণ স্বাদমতো৮. আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ৯. কাঁচা মরিচ ৫টি১০. গাজর আধা কাপ ১১. মটরশুঁটি আধা কাপ ১২. সরিষার তেল ১/৪ কাপ১৩. পেঁয়াজ কুচি ৩টি১৪. শুকনো মরিচ ৪টি১৫. তেজপাতা ৩টি১৬. এলাচ ৫-৬টি১৭. মরিচ গুঁড়া ১ চা চামচ১৮. হলুদ গুঁড়া ১ চা চামচ১৯. জিরার গুঁড়া ১ চা চামচ ২০. দারুচিনি ২ টুকরা২১. আস্ত জিরা ১ চা চামচ২২. গরম মসলার গুঁড়া আধা চা চামচ২৩. জিরার গুঁড়া আধা চা চামচ পদ্ধতি মুগ ডাল প্রথমে প্যানে মাঝারি আঁচে ভেজে নিন। ভাজা মুগ ডাল এবার মসুর ডাল ও চালের সঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে চুলায় মাঝারি আঁচে প্যানে তেল গরম করে সবজিগুলো ভেজে নিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us