অনেকেরই চোখের পাতার ভেতরের কোণের দিকে ত্বকের ওপর হলুদ পিণ্ড দেখা যায়। এটি যেকোনো বয়সেই হতে পারে। তবে মধ্য বয়সে, বিশেষ করে নারীদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে জ্বালাপোড়া বা চুলকানিজাতীয় কোনো সমস্যা না থাকলেও মুখের সৌন্দর্যের জন্য এটি যথেষ্ট নেতিবাচক বিষয়।
রোগের কারণ
জ্যানতলেজমা রোগের সঠিক কারণ জানা না গেলেও এটা জানা যায়, অর্ধেকের বেশি রোগী রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল বহন করে। কারও কারও পরিবারে জেনেটিকভাবেই রক্তে উচ্চমাত্রার ট্রাইগ্লিসারাইড থাকে অথবা লাইপেজ নামের একটি এনজাইমের অভাব থাকে। এসব পরিবারে সচরাচর এ রকম রোগী দেখা যায়। কিছু ওষুধ, যেমন স্টেরয়েড সেবনের পর এ রোগের উপস্থিতি চোখে পড়ে। থাইরয়েড রোগ বা ডায়াবেটিসের রোগীদের মধ্যেও এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।