টি-টুয়েন্টি বিশ্বকাপের পর সাউথ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ হারের পর সোমবার এক বৈঠকে বাউচার বিষয়টি জানান বলে নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
২০১৯ সালের ডিসেম্বরে প্রোটিয়াদের হেড কোচের দায়িত্ব নেন বাউচার। তার অধীনে ১১টি টেস্ট জিতেছিল সাউথ আফ্রিকা। এ বছর ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়টি স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২১ সালের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সপ্তম স্থানে ছিল সাউথ আফ্রিকা। বাউচারের অধীনে দলটি দুইয়ে উঠে এসেছে। ভারতের মাটিতে ২০২৩ সালে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাউচারের সঙ্গে বোর্ডের চুক্তি ছিল।