‘অবাধ্য’ বলিউডকে পোষ মানাতে মরিয়া বিজেপি

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩

কিছুদিন বিরতির পর আবার শুরু হয়ে গেল হিন্দি ছবির পীঠস্থান মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্প ও শিল্পীদের ওপর আক্রমণ। গত শনিবার দেখা গেল, মুম্বাই বা বলিউডের ইন্ডাস্ট্রিকে আক্রমণ করে লেখালেখি হচ্ছে সামাজিক মাধ্যম টুইটারে। শনিবার লেখা হলো, এখনই বলিউডকে বয়কট করা প্রয়োজন, কারণ কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শিল্পী-কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়নি ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার’ প্রদান অনুষ্ঠানে। টুইটার ব্যবহারকারীদের বক্তব্য, ফিল্মফেয়ারের অনুষ্ঠান থেকে ‘কাশ্মীর ফাইলস’-এর নির্মাতাদের বাদ দেওয়ার কারণ, ছবিতে দেখানো হয়েছে কীভাবে কাশ্মীরে হিন্দুদের ওপর গণহত্যা চালানো হচ্ছে।


ভারতে এবং আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় বলিউডের ওপর আক্রমণের অনেক উদাহরণ গত আট বছরে দেখা গেছে। কয়েকটির কথা বলা যাক। হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে গত আগস্ট মাসে। ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। ছবির গুণগত মান নিয়ে সমালোচনা করা যেতেই পারে, কিন্তু সে কারণে বিভিন্ন মাধ্যমে ছবির বিরোধিতা করা হয়নি; বিরোধিতা করা হয়েছে মূলত এ কারণে, এটি একজন ‘খানের ছবি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us