পদ্মা ছাড়া সব নদীর পানি কমছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮

দেশের প্রায় সব নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি বাড়ছে পদ্মা ও যমুনায়। আগামী ২৪ ঘণ্টা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় উভয় নদীর পানি কমতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি বাড়ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা নদী ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদনদীর পানি কমতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।



গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে গোপালগঞ্জের হরিদাসপুরে ৭৭ মিলিমিটার। এছাড়া পটুয়াখালীতে ৭৪, বরিশালে ৭১, বরগুনায় ৬৪, সাতক্ষীরায় ৬৩, কক্সবাজারে ৫৪, সুনামগঞ্জের মহেশখোলায় ৫২, মৌলভীবাজারে কমলগঞ্জে ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ভারতে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আসামের সিলচরে ৫৬ মিলিমিটার। এছাড়া চেরাপুঞ্জিতে ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে কেন্দ্র জানায়।



বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া জানান, দেশের ভেতরে বেশিরভাগ নদীর পানি কমতে শুরু করেছে। এতে পরিস্থিতির উন্নতি ঘটেছে। শুধু পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।


জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us