মাসে দেড় হাজার টাকার ব্রডব্যান্ড প্যাকেজ ব্যবহার করেন কম্পিউটার প্রকৌশলী ইয়াসিন আরাফাত। ভারত, মালয়েশিয়ার অভিজ্ঞতা বিবেচনা করলে বাংলাদেশের গতি ভালো না বলে জানালেন তিনি। আরও বললেন, অপারেটররা শুরুর দিকে মান ভালো রাখলেও পরের দিকে তা বজায় রাখে না। এ ছাড়া প্রচুর শেয়ারড নেটওয়ার্কের কারণেও গতি কমে যায়।
মোবাইল ইন্টারনেটের বিষয়ে এই গ্রাহক বলেন, গতি নির্ভর করে এলাকার ওপর। শহরে থাকলে ভালোই পাওয়া যায় কিন্তু মফস্বলে বা একটু গ্রামের দিকে গেলে মোবাইল ইন্টারনেটের অবস্থা খুব খারাপ থাকে।
ইয়াসিন আরাফাতের মতো দেশে প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষও দিন দিন ইন্টারনেটের সঙ্গে অভ্যস্ত হচ্ছে। গত জুলাই মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর তথ্য অনুযায়ী দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৭৫ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক হচ্ছে ১১ কোটি ৬৪ লাখ এবং ব্রডব্যান্ড ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ১১ লাখ।