বিটাকের সঙ্গে প্রমিক্সকোর সমঝোতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪

গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও মেডিকেল ইকুপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো গ্রুপের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।


সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে বিটাকের সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়। বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও প্রমিক্সকোর মহাব্যবস্থাপক (প্রশাসন) কমান্ডার (অব.) মো. হাসানুজ্জামান সমঝোতায় স্বাক্ষর করেন। এ সময় বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও প্রমিক্সকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিটাকের মহাপরিচালক বলেন, আমাদের দেশটি নানাদিক থেকে সম্ভাবনাময়। এ দেশটিকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us