সন্তান জন্মের পর থেকে তাকে ঘিরে বাবা শরীফুল রাজ ও মা পরীমনির প্রতিটি দিন কাটছে আনন্দ, উন্মাদনায়। প্রতিটি দিনই তাঁদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা। গত শনিবার ছেলে রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। দিনটি উদ্যাপন করতে ভোলেননি তাঁরা। তাই মাসপূর্তির দিনটি কেক কেটে পালন করেছেন রাজ ও পরী। কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করে পরীমনি লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’
প্রথম আলোকে পরীমনি বলেন, ‘রাতে রাজ কেক ও ফুল নিয়ে বাসায় এল। আমি, রাজ ও রাজ্য মিলে কেক কাটলাম। বাবুর বয়স এক মাস পূর্ণ হওয়ার জন্য রাজ আমার হাতে ফুল তুলে দিল। ওই সময়টা ছবি তুলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে শেয়ার করেছি।’ ঢালিউডের এই নায়িকা জানান, রাজ্যের জন্য একটা ছবির অ্যালবাম বানাচ্ছেন তিনি। বললেন, ‘জন্মের প্রথম দিন থেকে যত ছবি আছে রাজ্যের এবং সামনে আরও যত ছবি তুলব—সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করব। রাজ্য বড় হয়ে দেখবে, ছবিতে তার জন্ম থেকে বড় হয়ে ওঠার দিনগুলো। সে সময় হয়তো অনেক মজা পাবে সে।’
রাজ্যকে নিয়েই এখন পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তাঁর জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন। বললেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’