ফাইনালে বাংলাদেশের আম্পায়ার, গর্বিত মুশফিক

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭

আজ এশিয়া কাপের ফাইনাল। দুবাইয়ে আজ শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এমন বড় ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এতে গর্বিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মুশফিকুর রহিম।


নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই। ’


মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।


উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us