দেশের বাজারে ফাইভজি প্রযুক্তি সমর্থিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন উন্মোচন করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গেমিংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিতে ফোনটিতে তাপ নির্গমন কার্যকরী ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এই ফোন তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। কারণ এতে আছে, ইন্টেলিজেন্ট অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইউনিফায়েড কন্ট্রোল অব সিস্টেম রিসোর্সেস এবং স্পেশাল সিনারিও অপটিমাইজেশন প্রযুক্তি।
জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইনের কারণে ফোনটি দেখতে দারুণ। এটি হাত থেকে পিছলে পড়বে না। এতে ভেগান লেদার ব্যবহৃত হওয়ায় এতে সহজে স্ক্র্যাচও পরবে না।
ভিডিও দেখা এবং গেমিং অভিজ্ঞতাকে করবে সুখকর। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও, ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সিস্টেমের কারণে ৩৫ মিনিটেরও কম সময়ে চার্জ হবে স্মার্টফোনটির ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।