পতনের বৃত্ত থেকে বেরিয়ে টানা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই বেড়েছে মূল্যসূচক। মূল্যসূচক বাড়লেও অধিকাংশ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। সেইসঙ্গে সপ্তাহের ব্যবধানে কমেছে লেনদেনের পরিমাণ। এমন বাজারে সব থেকে বেশি দাম বেড়েছে পাট খাতের। অন্যদিকে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই বাজার ঊর্ধ্বমুখী থাকায় এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ৭৭৯ হাজার কোটি টাকা বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৫১ পয়েন্ট। তবে বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৫টির। অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৮১৮ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৯০২ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৪ কোটি ৬৬ লাখ টাকা বা ৪ দশমিক ৪৫ শতাংশ। এমন বাজারে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩২৫ কোটি ২৮ লাখ টাকা।