‘তিনি শুধু পেটান’

ডেইলি স্টার প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১

গত ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ব্যথায় কাঁতরাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামি আবদুল্লাহ। তখন তার মাথায় ১৪টি সেলাই।


এই শিক্ষার্থী জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি। সেদিন 'শান্তিপূর্ণ' প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ। এতে তিনিসহ অন্তত ১২জন আহত হন। 


সেদিনের ঘটনায় নেতৃত্বে দেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এডিসি হারুন সম্পর্কে এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মন্তব্য হলো 'তিনি (এডিসি হারুন) শুধু পেটান।'


শাহবাগে আয়োজিত সমাবেশে লাঠিপেটার ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, 'শান্তিপূর্ণ' কর্মসূচিতে সেদিন অতর্কিতভাবে লাঠিচার্জ করে পুলিশ।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজধানীর রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে 'শান্তিপূর্ণ' এবং 'গণতান্ত্রিক' কর্মসূচিতে 'বিনা উস্কানিতে' বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়েছে। শুধু এটা নয়, এ রকম বেশ কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরাও একই অভিযোগ করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us