এবারের এশিয়া কাপ যেন বিরাট কোহলির জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এলো। অবশেষে ১০২০ দির পর কোহলির ব্যাট হাসলো। তিনি পেলে শতকের দেখা। তার সঙ্গে এশিয়া কাপও দেখলো প্রথম শতক। এর মধ্য দিয়ে টি-২০ তে কোহলি পুর্ন করলেন ৩৫০০ রান। আর এই পুরো সুখের মূহুর্তটাই তিনি উৎসর্গ করেন প্রিয়তমা স্ত্রী আনুশকাকে। শতক পুরণ করার পরপরই আঙ্গুলের ইশারায় তার উদযাপনটা ছিল আনুশকাকে ঘিরে। যেন প্রাণ ফিরে পাওয়া এই শতক আনুশকারই অবদান।
পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কোহলি জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এক মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তাকে বার্তা পাঠাননি। তার মুখে উঠে এল না কোনো সতীর্থ বা কোচের নাম। বার বার ঘুরেফিরে স্ত্রী আনুশকা শর্মা এবং মেয়ে ভামিকার নামই নিলেন তিনি। ইনিংস শেষে এই সেঞ্চুরির প্রতিক্রিয়ায় কোহলি বললেন, ‘খুব ভাল লাগছে। আমি আপ্লুত। গত আড়াই বছর ধরে অনেক কিছু শিখেছি। নভেম্বরে আমার বয়স ৩৪ বছর ছুঁয়ে ফেলবে। এখন আর আগের মতো তেমন উদযাপন করতে পারি না। এই সেঞ্চুরির পর আমি নিজেও একটু অবাক। কারণ এই ফরম্যাটে যে আমি সেঞ্চুরি করতে পারি, সেটা কল্পনাও করিনি কখনো।