বুধবার (৭ সেপ্টেম্বর) লঞ্চ হলো প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের ৪টি স্মার্টফোন এনেছে অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্রের কুপার্টিনোতে কোম্পানির সদর দপ্তরে ‘ফার আউট’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্দান্ত সব ফিচার নিয়ে এসেছে নতুন ৪টি আইফোন। এগুলো হলো- আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ডিসপ্লের উপরে আগের মতো নচ ব্যবহার হলেও আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের ডিসপ্লের উপরে পিল কাট-আউট দেখা গিয়েছে।
বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। আইফোন ১৩ লঞ্চ হওয়ার পর থেকেই আইফোন ১৪ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনার। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হলো আইফোন প্রেমীদের। আইফোন ১৪ এর বিশেষ কিছু ফিচারের মধ্যে আছে- এতে থাকছে না কোনো সিম স্লট।