সিলিং ফ্যানের ব্লেডজুড়ে ময়লা জমেছে, সহজ এই কৌশল ব্যবহার করুন

এইসময় (ভারত) প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

খাতা কলমে শরৎ হলেও, ভ্যাপসা গরমে জেরবার হয়ে যাচ্ছেন কলকাতাবাসী। সেই জানুয়ারির পর থেকে সিলিং ফ্যান চলা যে শুরু হল আজও চলছে। এখন তো বছরে ১০ মাসই গরম। আর সে জন্য সবভার গিয়ে পড়ে ওই ব্যাচারা পাখাটার উপর। দীর্ঘদিন ফ্যান চালানোর ফলে ধুলো-ময়লা জমে যায়।


আসছে গরমে পাখা যদি ঠিক মতো পরিষ্কার না থাকে, তাহলে তো ভারী মুশকিল! এ ছাড়া পাখায় খুব ধুলো-ময়লা জমে গেলে ঠিক মতো হাওয়া হয় না। হাওয়ার স্পিড কমে যায়, আবার ওই ধুলো-ময়লা উড়ে এসে পড়ে বিছানায়। তাই সর্বক্ষণ ফ্যান চালালেও তার যত্ন কেমন করে নেবন আপনার জন্য রইল সহজ কৌশল।
​প্রথম পদ্ধতি।


সিলিং ফ্যান পরিষ্কার করতে গেলে প্রথমেই বিছানার উপর একটা বাতিল বা পুরনো চাদর ভালো করে পেতে ফেলুন।
কারণ, ফ্যান পরিস্কারের সময় ময়লাগুলো বিছানাতে পড়বে না।
এবার শুকনো কাপড়ের টুকরো হাতে নিয়ে নিন।
প্রথমে হালকা করে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেডগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us