চলনবিলে গভীর নলকূপের ৪ শ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৬
চলনবিলের তাড়াশ উপজেলার দোগাড়ীয়া গ্রামে গাছ পড়ে বিদ্যুৎ এর তার পুড়ে নষ্ট হওয়ায় গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৪ শ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। পল্লী বিদ্যূৎ সমিতির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ নলকুপ সেচ সমিতির সদস্যদের । দোগাড়িয়া গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি আল আমিন জানান, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়িয়া গ্রামের উত্তর মাঠে সমবায় ভিত্তিতে পানাসি প্রকল্পের একটি গভীর নলকূপ রয়েছে। ওই নলকূপে সাশ্রয়ী মুল্যে প্রায় শতাধিক কৃষক বোরো মৌসুমে বোরো আবাদ করে থাকেন। ওই নলকূপের ম্যানেজার সায়েদ আমিন জানান, গত ২ বছর পুর্বে নলকূপের সামনে ৩ ফেজ লাইনের ১ কিঃমিঃ পশ্চিমে বৈদ্যুতিক তার গাছ পড়ে নষ্ট হয়ে যায় । পরে স্থানীয় পল্লী বিদুৎ সমিতির লোকজন সেই তার খুলে নিয়ে যায়। এরপর গত ২ বছরেও ৩ ফেজ লাইনটি মেরামত করা হয়নি। ফলে গভীর নলকূপটিতে ৩ ফেজ লাইনের অভাবে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। গুড়পিপুল গ্রামের কৃষক তাজেম আলী বলেন, মাত্র ২ স্প্যান বৈদ্যুতিক তারের কারনে ভরা বোরো আবাদের সময় ওই ৩ ফেজ লাইন না থাকায় গভীর নলকূপ দিয়ে সেচ দেয়া সম্ভব হচ্ছে না। এতে এলাকার শতাধিক কৃষকের প্রায় ৪ শ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী সমিতি-১’র (উল্লাপাড়া) জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোলাইমান মিঞা জানান, ওই ৩ ফেজ লাইনের বৈদ্যুতিক তার গভীর নলকূপের পরিচালনা কমিটিকেই কিনতে হবে এমনই নিয়ম আছে। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে ।