ইন্দোনেশিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সমকাল প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ম্ফীতির প্রতিবাদে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শহর জাকার্তাসহ কয়েকটি শহরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জ্বালানি খাতে বাজেট নিয়ন্ত্রণের কঠোর চাপের মুখে প্রেসিডেন্ট জোকো উইদোদো। 


শনিবার বলেন, ভর্তুকি কমানো এবং জ্বালানির দাম শতকরা প্রায় ৩০ ভাগ বাড়ানো ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প ছিল না। গত বছরের তুলনায় সেখানে তেলের দাম বাড়ানো হয়েছে শতকরা প্রায় ৩২ ভাগ। খবর এশিয়া ওয়ানের।


মঙ্গলবার এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী জাকার্তা, সুবারবায়া, মাকাস্‌সার, কেন্দারি, আচেহতে। এতে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ ও শ্রমিক সংগঠন।


পুলিশ বলেছে, এ সপ্তাহে এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। জাকার্তার বিক্ষোভে মোতায়েন করা হয়েছিল কয়েক হাজার পুলিশ। তারা পেট্রোল স্টেশনগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। তাদের আশঙ্কা ছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে এসব স্টেশনে।


শ্রমিক ইউনিয়নগুলো বলছে, জ্বালানির এই দাম বাড়াতে শ্রমিক এবং গ্রামের গরিবরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us