গুগলের জনপ্রিয় পিক্সেল ফোন আসছে ৬ অক্টোবর। আর একই মাসে অত্যাধুনিক প্রযুক্তি ভিআর হেডসেট ‘প্রজেক্ট ক্যামব্রিয়া’ নিয়ে হাজির হবে মেটা। গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, এবারের পিক্সেল ইভেন্টে দেখা মিলবে পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো ও গুগল পিক্সেল ওয়াচের। স্মার্ট স্পিকার নেস্টেরও আসবে নতুন সংস্করণ।
এবারের ইভেন্টটি হবে নিউ ইয়র্কে, যেখানে সরাসরি যোগ দেওয়া যাবে। যেসব দেশে গুগল স্টোর চালু আছে সেখানকার বাসিন্দারা লাইভ সম্প্রচার দেখতে পারবে। গুগলের মতো মেটাও তাদের ব্লগ পোস্টে ‘কানেক্ট কনফারেন্স’-এর ঘোষণা দিয়েছে। ১১ অক্টোবরের এই ইভেন্টে ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ হরাইজন ওয়ার্ল্ড বিষয়ে বিস্তারিত তথ্য ও হাই এন্ড ভিআর হেডসেট ‘প্রজেক্ট ক্যামব্রিয়া’ উন্মোচন করবে মেটা। হেডসেটটিতে থাকে হাই রেজল্যুশনের স্ক্রিন এবং চোখ ও চেহারা ট্র্যাক করার সিস্টেম। হেডসেটটির দাম হতে পারে ৪০০ ডলার বা ৩৮ হাজার টাকা।