তৈলাক্ত ত্বককে অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচকভাবে দেখা হয়।
অতিরিক্ত তেল উৎপাদন ত্বকে ব্রণসহ নানান সমস্যা সৃষ্টি করতে পারে। তবে সবক্ষেত্রে ঠিক নয়।
সঠিক পরিচর্যা করা হলে তৈলাক্ত ত্বকও সুস্থ ও সুন্দর থাকে।
ক্যালিফোর্নিয়ার পাসাডিনা’র বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ আইভি লি বলেন, “ত্বকের বাইরের অংশে সংক্রমণ, ব্যাক্টেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষার স্তর হিসেবে কাজ করে এবং আর্দ্রতা রক্ষা করে।”
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “সিবাম উন্মুক্ত রেডিকেলের সঙ্গে যুদ্ধ করার মতো উপাদান ভিটামিন ই সমৃদ্ধ হয় যা প্রাকৃতিক ক্ষয় রোধ করতে সক্ষম। তাই তৈলাক্ত ত্বকে বয়স বাড়ার সঙ্গে কম বলিরেখা দেখা দেয়।”
অনাকাঙ্ক্ষিত ব্রণ
ত্বকে অতিরিক্ত সিবাম বা তেল নিঃসরণ ব্রণ সৃষ্টি করে। ত্বক তৈলাক্ত হলে এতে ময়লা, জীবাণূ ও মৃত কোষ জমাট বেঁধে ব্রণের সৃষ্টি হয়। তাই ত্বক তৈলাক্ত হলে ব্রণ হওয়ার প্রবণতা বাড়ে।
মেইকআপ স্থায়ী না হওয়া
তেল মেইকআপ সহজে গলিয়ে ফেলে। তাই অতিরিক্ত তৈলাক্ত ত্বকে মেইকআপ খুব একটা স্থায়ী হয় না।
উজ্জ্বলতা কম
অনেকসময় তৈলাক্ত ত্বক দেখতে চকচকে লাগে।
ডা. লি বলেন, “অনেকের ত্বক সাধারণের তুলনায় বেশি তেল তেলে হয়ে থাকে ফলে দেখতে চিটচিটে লাগে। অনেকে এই তেল চকচকেভাব পছন্দ করেন, আবার অনেকে করেন না।”