মেকআপ করতে কিছু নিখুঁতভাবে শেষ করতে পারে না অনেকেই। অনেকে হয়তো জানেই না মেকআপ করার সময় কোনটার পরে কোনটা ব্যবহার করতে হবে। শার্প কন্টোরিং, মেকআপ ব্লেন্ড কোনোটাই ঠিকভাবে জানে না। এসব কারণে মেকআপ করলেও আসে না পারফেক্ট লুক।
মেকআপ নাহয় করতে জানেন না, তাই বলে কি সাজবেন না? যেকোনো উৎসব-আয়োজনে একটুখানি সাজগোজ তো করা হয়ই। তাই মেকআপের টুকিটাকি জেনে রাখা ভালো। মূল বিষয়গুলো জানা থাকলে ৫ মিনিটেই মেকআপ শেষ করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক-
মুখ প্রস্তুত করা
মেকআপ শুরুর আগেও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই আপনাকে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর লাগিয়ে নিতে হবে টোনার। এরপর ব্যবহার করবেন ময়েশ্চারাইজার। এই পর্যায়ে আপনার মুখ মেকআপের জন্য প্রস্তুত।