গত আসরে বার্সেলোনা গ্রুপ পর্বেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল। এবারও কাতালান জায়ান্টরা পড়েছে মৃত্যুকূপ খ্যাত ‘সি’ গ্রুপে। সেখানে আবারও সঙ্গী হয়েছে তাদের ঘুম হারাম করে দেওয়া বায়ার্ন মিউনিখ। এবার অবশ্য বার্সার জন্য আশীর্বাদ হয়ে এসেছে রবের্ত লেভানদোভস্কির দলভুক্তি। পোলিশ স্ট্রাইকার বায়ার্ন মিউনিখ ছেড়ে আসাতে কাতালানরা এখন নতুন স্বপ্নে বিভোর।
ন্যু ক্যাম্পে আজকে গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন। দলটির কোচ মাইকেল বিলেক তো বলেই দিচ্ছেন, এবার গ্রুপ জয়ী হবে বার্সেলোনাই, ‘আমার বিশ্বাস এই গ্রুপ থেকে বার্সেলোনার প্রথম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ।’