অনেক নারীর মুখেই অবাঞ্ছিত লোম দেখা যায়। এই সব লোম আড়াল করার জন্য তারা বিভিন্ন রকম বাজারজাত পণ্য ব্যবহার করে থাকেন। বেশিরভাগ নারী ব্লিচ ব্যবহার করেন। কারণ এটি তাদের কাছে নিরাপদ বলে মনে হয়। এই রাসায়নিক সমৃদ্ধ পণ্যটি ত্বকের ক্ষতি করে। আপনি যদি একটি সহজ এবং সস্তা উপাদান পেতে চান, তাহলে শেভের চেয়ে ভালো আর কিছুই নেই। তবে এই শেভিং সম্পর্কে অনেক মিথ আছে, যা আসলে কোনো ক্ষতি করে না।
আপনি যদি এমনটাই মনে করেন তবে আজকাল বাজারে এমন অনেক রেজার পাওয়া যায়, যার সাহায্যে নির্ভয়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করা যায়। শুধু তাই নয় কেটে যাওয়ার আশঙ্কা থাকে না। অনেক নারী মুখের অবাঞ্ছিত লোম দূর করতে থ্রেডিং বা ওয়াক্সিং করেন। এটি করা যেতে পারে, তবে কেউ কেউ ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সমস্যায় আক্রান্ত হতে পারেন।