প্রশ্ন-উত্তর পর্বের অনেকক্ষণ হয়ে গেছে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার আনন্দ সুব্রমনিয়াম বারবার মনে করিয়ে দিচ্ছেন, ‘সময় শেষ’! কিন্তু শ্রীলঙ্কার কাছে হারের পর মঙ্গলবার রোহিত শর্মার সংবাদ সম্মেলনটা যেন শেষই হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন। মিডিয়া ম্যানেজার শেষ পর্যন্ত ‘ধন্যবাদ’ বলে চলে যেতে চাইলেন। কিন্তু সেই সময়ও হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করলেন ভারত অধিনায়ক রোহিতকে, ‘অধিনায়ক, আমরা কি তাহলে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে পাব না?’ চেয়ার ছেড়ে উঠে যাওয়ার আগে রোহিতেরও চটজলদি উত্তর, ‘হবে, অবশ্যই। এত ভাবছেন কেন? হবে, হবে (হাসি)।’
সংবাদ সম্মেলন শেষে রোহিত বেরিয়ে যেতেই এক ভারতীয় সাংবাদিক বলছিলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল হবে। তবে সেটা মেলবোর্নে।’ অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু মেলবোর্ন। দুবাইয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল না হলেও মেলবোর্নে হওয়ার সম্ভাবনা নিয়ে মজা করেই কথাটা বলা।