মুনাফা তুলে নেওয়ার চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। ফলে দুই দিনের পতন শেষে গতকাল মঙ্গলবার সূচক বেড়েছে শেয়ারবাজারে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল লেনদেন শেষে ৪০ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ৮৫ পয়েন্ট।
দুই বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম। তবে লেনদেনের ক্ষেত্রে ছিল ভিন্ন ভিন্ন অবস্থান। ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে চট্টগ্রামের বাজারে।