মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে ইনিয়া লেকের পাশে ৫৪ থেকে ৫৬ ইউনিভার্সিটি অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছে উপনিবেশিক নির্মাণশৈলীতে তৈরি একটি বাড়ি। মিয়ানমারের অনেক বাসিন্দার কাছে এটি দেশের গণতান্ত্রিক লড়াইয়ের প্রতীক হিসেবে পরিচিত।
এ বাড়িতেই ১৫ বছর গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তবে ঐতিহাসিক বাড়িটি এখন হুমকির মুখে। সম্প্রতি বাড়িটির মালিকানা প্রশ্নে লড়াইয়ে সু চির ভাইয়ের পক্ষে রায় দিয়েছেন মিয়ানমারের আদালত। খবর দ্য গার্ডিয়ানের।
কয়েক দশক ধরেই বাড়িটির মালিকানা নিয়ে অং সান সু চি এবং তাঁর বড় ভাই অং সান ও-এর মধ্যে আইনি লড়াই চলছিল। অং সান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন প্রকৌশলী। ২০০০ সালে তিনি প্রথম বাড়িটির মালিকানা প্রশ্নে মামলা করেন।